Type to search

খুলনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু

খুলনা

খুলনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু

twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

অপরাজেয়বাংলা ডেক্স: খুলনার করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার খুলনায় ১০ জনের মৃত্যু হয়।

১৪ জনের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চার ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় ও উপসর্গ নিয়ে দুজন মিলে মোট আটজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার সুফিয়া (৫৫), আফিল গেটের নজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০),যশোরের এম এ খলিল (৮০), সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫) ও খালিশপুরের সাহারা বেগম (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসা উপজেলার জীবন কৃঞ্চ পাল (৬৭), মহানগরীর ডাল মিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), অভয়নগরের জেসমিন বেগম  (৪৫) ও তেরখাদার মফিজুল ইসলাম (৫৫)।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের কেশবপুরের মঞ্জুয়ারা বেগম (৫০) ও খুলনার সোনাডাঙ্গার আরোয়া ফকরুদ্দীন (৪৪)।সূত্র,যুগান্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *