রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ আগের চেয়ে অনেক শক্তিশালী ও অভিজ্ঞ। সম্মিলিত প্রচেষ্টার কারণে দেশে করোনায় মৃত্যুহার অনেক কম বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বানও জানান মন্ত্রী।
করোনা মোকাবিলায় বাংলাদেশ আগের চেয়ে শক্তিশালী: স্বাস্থ্যমন্ত্রী
