Type to search

করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় ৫৩ জনের মৃত্যু

জাতীয়

করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় ৫৩ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স:  দিন দিন করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। এছাড়া হঠাৎ বাড়তে শুরু করেছে জ্বর, সর্দি-কাঁশির প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ, সেই সঙ্গে বাড়ছে প্রয়োজনীয় ওষুধের চাহিদাও।

এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৯, কুষ্টিয়ায় ১২, চট্টগ্রাম ৯, খুলনা ৮ ও সাতক্ষীরায় ৫ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ জুন এক দিনে সর্বোচ্চ ২৫ জন মারা যান। রাইজিংবিডি

মঙ্গলবার (৬ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।সূত্র,আমাদের সময়.কম