Type to search

করোনায় আরও মৃত্যু ২২৬, শনাক্ত ১২,২৩৬, শনাক্তের হার ২৭.২৩ শতাংশ

জাতীয়

করোনায় আরও মৃত্যু ২২৬, শনাক্ত ১২,২৩৬, শনাক্তের হার ২৭.২৩ শতাংশ

অপরাজেয়বাংলা ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আরও ২২৬ জন মারা গেছেন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,২৭৮ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।

 গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৮৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১০ বছরের কম এবং দুই জনের বয়স ১০০ বছরের বেশি।

 এছাড়া, ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ছয় জন, ৩১-৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২২ জন ও ৯১-১০০ বছরের মধ্যে তিন জন মারা গেছেন।

 গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ছয় জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ পাঁচ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৩৯ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৬৯ জন, রংপুর বিভাগে ৫১১ জন, বরিশাল বিভাগে ৫০০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯৮ জন ও সিলেট বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ৩৯৫ জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ পাঁচ হাজার ৮০৭ জন।

 বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।সূত্র,আমাদের সময়.কম