Type to search

‘এনআইডি নম্বর না মিললে গ্রহণ হচ্ছে না ভ্যাকসিনের আবেদন’

জাতীয়

‘এনআইডি নম্বর না মিললে গ্রহণ হচ্ছে না ভ্যাকসিনের আবেদন’

করোনা ভ্যাকসিন নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপস্থিত হয়ে ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা টিকা নেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে যাদের এনআইডি নম্বর সার্ভারে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলছে না, তাদের টিকার আবেদন গ্রহণ হচ্ছে না।’

এসময় তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী টিকা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তাদের জবাব দিতেই আমি ভ্যাকসিন গ্রহণ করেছি।’

টিকা নেওয়ার পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না জানিয়ে তিনি আরও বলেন, আমি কোনও শারীরিক সমস্যা অনুভব করছি না। তাই অনুরোধ করবো সবাই যেন টিকা নেন। অনেকেই বলছেন মন্ত্রী-এমপিরা কেন টিকা নিচ্ছেন না, সাধারণ মানুষকে কেন আগে দেওয়া হচ্ছে। এসব বলে ভ্যাকসিন কার্যক্রমের সফলতা নষ্ট করার চেষ্টা চলছে।

অনেক দেশ ভ্যাকসিন পায়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের আলোকে আমরা ভ্যাকসিন পেয়েছি। সে কার্যক্রমকে ব্যর্থ একটি গোষ্ঠী তৎপর রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সূত্র,  বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *