Type to search

এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে মানতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে মানতে হবে: প্রধানমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেক্স : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন কঠোরভাবে মানতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে, জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে একথা আহ্বান জানান তিনি।

সংসদ অধিবেশনে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এটি সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আগে বয়স্করা সংক্রমিত হতো কিন্তু এখন তরুণ ও শিশুরা সবাই আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় ঢেউ সামলাতে মানুষের কিছুটা সমস্যা হবে। কিন্তু তারপরও জীবনটা অনেক বড়। জীবনটা আগে। মানুষের জীবন বাঁচাতে হবে।

এ সময় তিনিও কিছু নির্দেশনা দিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিয়ে-শাদি, অনুষ্ঠান সবই বন্ধ রাখতে হবে। যেখানে ভিড় হয় সে জায়গা এড়িয়ে চলতে হবে। বাজারে বা বাইরে গেলে ঘরে ফিরে গরম পানির ভাপ নিতে হবে। পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ। বিমানে করে বিদেশ থেকে কেউ এলে তাকে কোয়ারেন্টিন করতে হবে। অবাধে চলাফেরা শুরু করেছে। এগুলো বন্ধ করতে হবে।সূত্র, DBC বাংলা