Type to search

এই সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি: গয়েশ্বর

জাতীয়

এই সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদ্যুৎ নিয়ে কয়েক মাস আগেও সরকারের অনেক মাতামাতি শুনেছি। এখন মনে হচ্ছে, আসলে তা ছিল ফাঁকা বুলি। তাই এই সরকারের উন্নতি মানে ঘরে ঘরে মোমবাতি।

তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ আসলে যায় না, বরং বলা চলে মাঝে মাঝে আসে। বিদ্যুৎ এসে মানুষকে বুঝিয়ে দেয়, এখনো সে মরেনি, বেঁচে আছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণসভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, আপনি যে বিএনপিকে বললেন আপনার বাড়ি ঘেরাও করতে আসলে আপনি চা খাওয়াবেন। চা খেতে গেলে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আছে তো আপনার কাছে? জনগণ গণভবনে চা খেতে যাবে না, যদি যায় তবে যাবে আপনাকে বিদায় করতে।তিনি বলেন, সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছে। আমাদের দরকার ১১ হাজার মেগাওয়াট। তাহলে তো বিদ্যুৎ বাড়তি থাকার কথা। অথচ এখন ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎও নেই। কুইক রেন্টালের মাধ্যমে কাদের কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, কতটুকু বিদ্যুৎ উৎপাদনের কথা কতটুকু করেছে?  কত টাকা দিয়েছেন আর কত টাকার বিদ্যুৎ পেয়েছেন—তার হিসাব দিন। জনগণ বিদ্যুৎ না পেলে ঋণ পরিশোধ করবে কেন?

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, হাবীবুন নবী খান সোহেল, আসাদুল হক রিপনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।