Type to search

ঈদের দিন পর্যন্ত সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

জাতীয়

ঈদের দিন পর্যন্ত সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

অপরাজেয়বাংলা ডেক্স : ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার আবহাওয়া অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আরও জানায় পরবর্তী ৭২ ঘন্টা আবহাওয়ার অবস্থা সামাণ্য পরিবর্তন হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।সূত্র,আমাদের সময়.কম