Type to search

ইলিশা ফেরীঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাতীয়

ইলিশা ফেরীঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্টঃ  ভোলার ইলিশা ফেরীঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

ভোলার ইলিশা ফেরীঘাট এলাকার যানজট নিরসন ও বেড়ি বাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এতে বেড়িবাঁধ ও বাঁধের শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় সহকারি কমিশনার, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: DBC News

Tags: