আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল ঘরামি বলেন, দুপুরে দোকান বন্ধ করে যে যাঁর মতো বাড়িতে চলে যান। হঠাৎ বিকেলে চারটার দিকে একটি চায়ের দোকানে আগুন লেগে যায়। দ্রুত এ আগুন ছড়িয়ে পড়লে কল্যাণপুর গ্রামের আবদুল মান্নানের হার্ডওয়্যারের দোকান, আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকসের দোকান, আবদুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষক লীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।