আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন করোনা চিকিৎসায় এগিয়ে এলেন

,সৈয়দ আরাফাত হোসেন, তাজ: করোনার ভয়াবহতা দেখে আর ঘরে বসে থাকতে পারলেন না। তাই মানব সেবায় ব্রোতী হলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন। গত ৫ জুলাই সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৪টি হাই ফ্লো নেজ্যেল ক্যানোলা (এইচএফএনসি) ও দুটি আম্বুলেন্স হস্তান্তর করলেন।এ সময় আকিজ গ্রুপের চেয়ারম্যান বলেন, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামীনকে খুশি ও মানব সেবার অংশহিসেবে করোনা মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি হাই ফ্লো নেজ্যেল ক্যানোলা (এইচএফএনসি) ও দুটি ফ্রি আম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছি। এবং আকিজ গ্রুপের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। খুলনা অঞ্চলের সাতক্ষীরা, যশোর-বেনাপোল সীমান্তে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা প্রচন্ড আকার ধারণ করেছে। এবং অধিক সংখ্যক রোগী শনাক্ত হয়েছে । এজন্য খুলনা বিভাগের করোনায় আক্রান্ত সাধারণ মানুষের আনা-নেওয়া করার জন্য দুইটি (২) সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে ভীষণ বড় ভূমিকা পালন করবে বলে হাসপাতাল পরিচালক আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা অতি দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর ১৩০ বেডের ডেডিকেটেড করোনা হসপিটাল কে ২০০ বেডের ডেডিকেটেড করোনা হসপিটালে রূপান্তরিত করতে যাচ্ছি। আমাদের সকল ব্যবস্থা ই কমবেশি আছে। তারপরেও দাতাগোষ্ঠী বা ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে অনুরোধ রাখছি আপনারা আরও হাইফ্লো নেজ্যেল ক্যানোলা ও প্রচুর পরিমাণে ছোট-বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করে আমাদের স্বাস্থ্যসেবা টাকে আরো মজবুত করুন। আসুন মানবতার পাশে এসে দাঁড়াই।