Type to search

আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

অভয়নগর

আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চার দলীয় ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

সৈয়দ আরাফাত হোসেন (তাজ) অভয়নগর (যশোর) প্রতিনিধি: আলহামদুলিল্লাহ, আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপাধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলীদের উপস্থিতিতে উক্ত আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মুহাম্মদ মহসিন হল বনাম আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ক্যাম্পাস দলের নকআউট পর্বের প্রথম খেলাটি  আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মোহাম্মদ মহসীন হল দলটি ১২ ওভারে ৪ ইউকেট হারিয়ে সর্বমোট ১৪৯ রান সংগ্রহ করে। অন্যদিকে ফিল্ডিং শেষে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ক্যাম্পাস দলটি  ১২ ওভারে সব উইকেট হারিয়ে সবমোট ৬৩ রান সংগ্রহ করে। আজকের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোঃ জোবায়ের হোসেন, টেক্সটাইল ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী (আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হাজী মোহাম্মদ মহসীন হল দল)। আগামীকাল মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী বনাম এসএসসি পরীক্ষার্থী ২০২১ এর নকআউট পর্বের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত প্রথম এবং দ্বিতীয় পর্বের খেলা থেকে বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নিজে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য নিজ হাতে পুরস্কার বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য উক্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ শে মার্চ ২০২১ ইং তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *