Type to search

অভয়নগরে সুন্দলী কমিউনিটি ফুড ব্যাংকের উদ্যোগে পাঁচশত পরিবারে খাদ্য সহায়তা প্রদান

অভয়নগর

অভয়নগরে সুন্দলী কমিউনিটি ফুড ব্যাংকের উদ্যোগে পাঁচশত পরিবারে খাদ্য সহায়তা প্রদান

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:-  যশোরের অভয়নগর উপজেলার  সুন্দলী
ইউনিয়নের সুন্দলী কমিউনিটি ফুড ব্যাংকের উদ্যোগে পাঁচশত পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়। সুন্দলী কমিউনিটি ফুড ব্যাংকের প্রধান সমন্বক মিল্টন কবিরাজ জানান ড. অবিনাশ চন্দ্র মিস্ত্রীর( গবেষক আমেরিকা)  আর্থিক সহযোগীতায় আমরা সুন্দলী কমিউনিটি ফুড ব্যাংকের মাধ্যমে  বাংলাদেশে করোনা মহামারি মোকাবেলায়  প্রধানমন্ত্রীর আহবানে এলাকার মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি দিয়ে সহযোগীতা করে যাচ্ছি। ্রুএলাকার অভাবী লেকজন প্রয়োজনে
মিলটন কবিরাজ-০১৭১১৫৮২৮০৯,দুলাল কবিরাজ-০১৭১৫৩৬৮৭৪৫,বিরেশ্বর কবিরাজ ০১৭১২৬৬১৮১৮ নম্বরে যোগাযোগ করলে খাদ্য মিলবে বলে তারা এলাকার জনসাধারণকে আশ্বাস্ত করেন। ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবী বৃন্দ সরকারী স্বাস্থ কর্মিদের সহযোগীতায় তালিকা প্রস্তুত করে ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।  গত রবিবার সুন্দলী রাধা গোবিন্দ মন্দিরে ত্রাণ বিতরণের মাধ্যমে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন  খাঁন ত্রাণবিতরণ কার্ক্এরমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সমায়ে  উপস্থিত ছিলেন অভয়নগর সম্মিলিত বাহিনীর দ্বায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সাজ্জাদ হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:আলিফ নূর,সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল সহ অনেকেই।
সংগঠনটির অন্যতম ব্যাক্তি দুলাল কবিরাজ ও বিরেশ্বর কবিরাজ জানান, প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে   এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে চাউল,ডাউল,তৈল,লবণ সহ প্রয়োজনীয় উপকরণ।এ সমায়ে তারা আহবান করেন  এলাকার বিত্তবান
ব্যক্তিরা  যেন সকল অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।