Type to search

অভয়নগরে মৎস্যঘেরে পৌল্ট্রি বিষ্ঠ্যা ব্যবহারের দায়ে বিশ হাজার টাকা জরিমানা

অপরাধ

অভয়নগরে মৎস্যঘেরে পৌল্ট্রি বিষ্ঠ্যা ব্যবহারের দায়ে বিশ হাজার টাকা জরিমানা

নওয়াপাড়া পৌর প্রতিনিধিঃ
অভয়নগরে মৎস্যঘেরে নিষিদ্ধ পৌল্ট্রি বিষ্ঠার ব্যবহার ও তা মজুদের দায়ে অশান্ত রায় নামের এক ব্যাক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল সোমবার সন্ধায় অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  অভিযান পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান,অভয়নগর  উপজেলা।
উক্ত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
 উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট কে এম আবু নওশাদ এ আদালত পরিচালনা করেন। এ সময় অভয়নগর   উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার আমিনুল হক, এ এস আই অভয়নগর থানা এ টি এম তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অশান্ত রায় উপজেলার রাজাপুর গ্রামের নির্মল রায়ের ছেলে। তিনি দির্ঘদিন ধরে ঘেরে বিষ্ঠ্যা ব্যবহার করে আসছিলেন।
জানা যায় অত্র অঞ্চলে অবাধে মৎস্য ঘেরে ব্যাবহার নিষিদ্ধ পল্ট্রির বিষ্ঠ্যা  ব্যবহার করে মাছ মোটা তাজা করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। যা পরিবেশের জন্য হুমকি ও মানবদেহের জন্য ক্ষতিকর। তারই ধারাবাহিকতায়  এ অভিযান পরিচালনা করা হয়।
সাথে সাথে অতিথি পাখি শিকারে ও বীলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২০ বস্তা শুকনা লিটার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  অশান্ত রায়কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়
সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল উপস্থিত ছিলেন।