Type to search

অভয়নগরে বাগদহ কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প ফের উদ্বোধন

অভয়নগর

অভয়নগরে বাগদহ কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প ফের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: দুই পক্ষের দ্বন্দ্বের কারনে পতিত হয়ে পড়ে থাকা অভয়নগর উপজেলার সেই বাগদহ কৃষি ও মৎস্য প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করে প্রকল্প ফের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগদহ বিল পাড়ে মাছের পোনা অবমুক্ত করে প্রকল্প উদ্বোধন করেন স্থানীয় সমাজ সেবক হুমায়ূন কবির। এ সময়ে উপস্থিত ছিলেন, প্রকল্পের সহসভাপতি সাংবাদিক শেখ আতিয়ার রহসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বিশ^াস, প্রকল্পের কর্মকর্তা আজিজ বিশ^াস, জাহিদ সানা,কামাল সরদার প্রমুখ। প্রকল্পের কোষাধ্যক্ষ জানান, এবছর ২শ মন মাছের পোনা অবমুক্ত করা হবে। আর এর উৎপাদন ধরা হয়েছে এক হাজার মন যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এছাড়া অন্যান্য মাছের উৎপাদনও হবে একই সাথে। তিনি আরো বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের কারনে বিলটি এক বছর কোন চাষ আবাদ হয়নি। এ জন্য এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ বছর মাছ চাষের পাশা পাশি ধান চাষ ও হবে। এতে করে এলাকার খাদ্যভাব দূর হবে।