Type to search

অভয়নগরে পাওনা টাকা দাবি করায় অস্ত্রের মুখে সাদা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

অভয়নগর

অভয়নগরে পাওনা টাকা দাবি করায় অস্ত্রের মুখে সাদা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা দাবি করায় অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভূক্তভোগী থানায় হাজির হয়ে গত ১৬ আগষ্ট একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ ও ভূক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলঅর রাজঘাট মাইলপোস্ট এলাকায় বসবাসরত আবুল কালাম আজাদের ছেলে নূর মোহম্মদ(৩৫) এর সাথে গুয়াখোলা গ্রামে গোলাম রসুলের আমিনূর রহমানের ২০ লাখ টাকার লেনদেন হয়। আমিনূর রহমান ওই বিশ লাখ টাকা নগদ প্রদান না করে তার ব্যাংক এ্যাকাউন্টের ২০ লাখ টাকা মূল্যেও একটি চেক দেন। ভূক্তভোগী নূর মোহম্মদ বাহক হয়ে ওই চেকের অর্থ ক্যাশ করার জন্য ব্যাংকে জমা করেন। কিন্তু এ্যাকাউন্টে টাকা না থাকায় আমিনূর রহমানের দেয়া ওই চেক ক্যাশ হয়নি। নূও মোহাম্মদ ওই টাকা আদায়ের জন্য এলাকায় অনেক দেন দরবার কওে ব্যার্থ হয়। অবশেষে আদালতে মামলা করেন। বর্তমানে মামলটি চলমান রয়েছে। মামলা করায় আমিনূর রহমান ক্ষিপ্ত হয়ে নূর মোহাম্মকে নানা রকম ভয় ভীত ও হুমকি প্রদান করতে থাকে। নূও মোহাম্মদ জানান, ঘটনার এক পর্যায়ে গত ১৬ আগষ্ট তারিখে বিকাল বেলায় আমিনূর রহমান কিছু লোকজন নিয়ে একটি থ্রি হুইলার গাড়ি নিয়ে তার বাড়িতে চড়াও হয়। তারা জোর পূর্বক তাকে গাড়ীতে তুলে স্থানীয় একটি বাড়িতে নিয়ে মারধর করে। এবং জোর পূর্বক নূও মোহাম্মদেও কাছ থেকে ১২টি সাদা স্টাম্পে সহি করিয়ে নেয়। এ ঘটনায় নূর মোহাম্মদ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্য কে এম শামীম হাসান বলেন, নূর মোহম্মাদের দায়ের করা অভিযোগ পত্রটি পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণ কলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।