Type to search

অভয়নগরে চলিশিয়া ইউনিয়নের বলারাবাদ গ্রামে নিজের টাকায় রাস্তা করলেন এমপি রনজিৎ রায়

অভয়নগর

অভয়নগরে চলিশিয়া ইউনিয়নের বলারাবাদ গ্রামে নিজের টাকায় রাস্তা করলেন এমপি রনজিৎ রায়

 যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বলারাবাদ গ্রামে নিজের টাকায় রাস্তা করলেন এমপি রনজিৎ রায়। নতুন রাস্তা পেয়ে গ্রামবাসী যেমন উচ্ছ্বাসিত তেমনি কৃষি ও মৎস্য ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এমপি রনজিৎ রায় দশ লাখ টাকা ব্যয়ে কোটা-বলারাবাদ গ্রামের রাস্তা সংস্কার কাজ করলেন। যুগের পর যুগ রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে বেদভীটা, বলারাবাদ ও কোটা গ্রামের লোকজন সিমাহীন দূর্ভোগের মধ্যে পড়েন।  চলতি বছরে  মে মাসে গ্রামবাসী এমপি রনজিতের বাসায় উপস্থিত হয়ে তাদের দুঃখ দূর্দশার কথা বলেন। ওই দিন বিকালে তিনি রাস্তা পরিদর্শন করেন। পরের দিন তিনি ওই রাস্তায় উপস্থিত হয়ে অভয়নগর উপজেলা প্রকেীশলী ডাকেন। রাস্তার পরিমাপ করান। অভয়নগর উপজেলা প্রকেীশলী সানাউল হক জানান রাস্তা সংস্কারের জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় অর্থ নেই।

এ সময় এমপি রনজিৎ রায় ঘোষণা করেন নিজের টাকায় এ রাস্তা করা হবে।  দশ লাখ টাকা ব্যয়ে জুন মাসে রাস্তা সংস্কার কাজ শুরু করেন এবং মঙ্গলবার রাস্তার কাজ শেষ হয়। বেদভীটা গামের বাসিন্দা ইনসার আলী খা জানান,  নতুন রাস্তা হওয়ায় তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারবে। কোটা গ্রামের মৎস্যচাষী হাফিজুর রহমান জানান, রাস্তা  সংস্কার না করার তিন গ্রামের জনগণ চরম ভোগান্তিতে ছিলো যুগের পর যুগ। এমপি রনজিত রায়ের হস্তক্ষেপে তার অবসান হয়েছে।