Type to search

অভাবের তাড়নায় গ্রাম ছাড়চেন ,সুনামগঞ্জের মানুষ

জাতীয়

অভাবের তাড়নায় গ্রাম ছাড়চেন ,সুনামগঞ্জের মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনার প্রভাবে কাজ বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জের খেটে খাওয়া মানুষদের। অপরদিকে বালু পাথর উত্তোলনের কাজ বন্ধ(প্রশাসনের নিষেধ) থাকায় কর্মহীন জীবন যাপন করছে। সংসারের খরচ আর সন্তানের মুখে আহার তুলে দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। লক্ষ লক্ষ টাকার নৌকা, ড্রেজার সহ অন্যান্য সরঞ্জামাদি থাকার পরও তারা কর্মহীন ও নিঃস্ব জীবন যাপন করছে। শ্রমজীবি শ্রেনীর প্রতিটা মানুষই বেকার। জীবন ধারণ তাদের পক্ষে দুঃসহ হয়ে ওঠেছে। অপর দিক মহাজনী সুদের টাকা ও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কিস্তির চাপ যেন মরার উপর খরার ঘা,এর মত মনে হচ্ছে। অভাবের তাড়নায় রাতের আধারে পাড়ি জমাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সদর, বিশ্বম্ভরপুর,তাহিরপুর,জগন্নাথপুর, ছাতক সহ বিভিন্ন এলাকার চিত্র একই রকম। সুনামগঞ্জ জেলার বাসষ্টেশনে সন্ধার পর ঘরবাড়ি ছেড়ে সপরিবারে কাজের উদ্দেশ্যে ঢাকার পথে পাড়ি জমাতে দেখা গেছে বহু মানুষকে। কয়েকজনের সাথে কথা বললে তারা জানায় “কামকাজ নাই, বউ বাচ্চা সহ পেট চালানি দায়, আর সাথে কিস্তির চাপ।তাই বাধ্য অইয়া ঢাহা যাইতাছি। নাম প্রকাশ না করার শর্তে এক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান বিষয় নিয়ে তারা ভাবনার মধ্যে আছে। নতুন ঋণের টাকা নিয়ে তারা চুপিসারে চলে যাচ্ছে। এতে করে কর্তৃপক্ষের কাছে তাঁদের কে অপদস্থ হতে হচ্ছে।।

Tags: