Type to search

‘অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবে না’

জাতীয়

‘অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবে না’

অপরাজেয় বাংলা ডেক্স

অফিস চলাকালীন সরকারি হাসপাতালের কোন চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না।

তবে, কোনও কারণে কর্মরত থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে টাস্কফোর্স কর্তৃক অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া, ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করারও সিদ্ধান্ত হয় সভায়।

সূত্র, DBC বাংলা