Type to search

অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা

জাতীয়

অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা

ডেস্ক রিপোর্টঃ  সৌদি প্রবাসী অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা।

যদিও সৌদিয়া ও বিমানের ৩০শে সেপ্টেম্বরের টিকিট গতকালই শেষ হয়েছে।  এদিন সৌদিয়া এয়ারলাইন্স দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের টিকিট। আর বিমান বাংলাদেশ দিয়েছে পয়লা ও দোসরা অক্টোবরের টিকিট।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়, স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে না সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ। নিয়মমাফিক আবেদন করতে হবে। ভিসার মেয়াদ বাড়লেই মিলবে উড়োজাহাজের টিকিট।

এদিকে ভিসার মেয়াদ, ছুটির সময়, আকামার মেয়াদ বাড়ানো এবং টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা। কাগজপত্র ঠিক না থাকায় বেশির ভাগ টিকিটপ্রত্যাশীকে ফেরত দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

সূত্র: DBC News

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *