Type to search

হেফাজতের সহকারী মহাসচিব রহিম উল্লাহ কাসেমীর মৃত্যু

রাজনীতি

হেফাজতের সহকারী মহাসচিব রহিম উল্লাহ কাসেমীর মৃত্যু

অপরাজেয় বাংলা ডেক্স

হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব মুফতি রহিম উল্লাহ কাসেমী মারা গেছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয় তার। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সোনাগাজি গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় রহিম উল্লাহ কাসেমীর জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

মুফতি রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকালের খবরে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

রহিম উল্লাহ কাসেমী ফেনীর লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

সূত্র, DBC বাংলা