Type to search

হাবিপ্রবিতে কাউন্সিলিং মেটিভেশন শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার কার্যক্রম শুরু

জেলার সংবাদ

হাবিপ্রবিতে কাউন্সিলিং মেটিভেশন শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার কার্যক্রম শুরু

মুরাদ হোসেন: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে নবাগত লেভেল-১, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের জন্য “Counseling Motivation for L-1, S-1 2021 Students” শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার ভার্চুয়ালি সোমবার(৭ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে।
সকাল ৯ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত মোটিভেশনাল সেমিনারের উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সংশ্লিষ্ট অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ,  আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
উক্ত সেমিনারে মোটিভেশনাল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমস এর ডেপুটি কমিশনার জনাব সুশান্ত পাল
এ সময় প্রধান অতিথির বলেন,  সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। সময়ের মূল্য দিতে হবে, কোন কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময়ে করতে হবে। বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, খারাপ বিষয়কে দৃঢ়ভাবে না বলতে শিখতে হবে, এটি অনেক জরুরী। নিজের দুর্বলতা নিয়ে আত্মসমালোচনা করতে হবে।
উল্লেখ্য, আজ অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও ফিসারিজ অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল সেমিনার, ০৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং অনুষদ ও কৃষি অনুষদের এবং ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ও বিজ্ঞান অনুষদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *