সুন্দলীতে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,
যশোর জেলাধীন অভয়নগর থানার সুন্দলী ইউনিয়ন পরিষদ ভবন সভাকক্ষে গতকাল মানব পাচার প্রতিরোধে করণীয় ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আয়োজনে এবং চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিআইএফএফ) এর সহযোগিতায় ৩ঘন্টার ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল। মানবাধিকার ও আইন সহায়ক কর্মসূচী ব্র্যাক-এর জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরী ও অভয়নগর এইচআরএলএস অফিসার মো: শফিকুল ইসলামের উপস্থাপনায় ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার, সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ধর, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নীলকমল মন্ডল ও মিন্টু কুমার রায়, আনসার ভিডিপি সুন্দলী ইউনিয়ন দলনেতা সুরঞ্জন মল্লিক ও পূর্ণিমা মল্লিক, সুন্দলী ইউনিয়ন পরিষদ সচীব এনামূল হক, উদ্যোক্তা প্রসেনজিত মল্লিক, বিশেষ ব্যাক্তিত্ব অঞ্জনা মন্ডল ও মোছা: রিক্তা, ইউপি সদস্য মিনতী বিশ্বাস, মিনতী বিশ্বাস, দীপু রানী বর্মন, অর্ধেন্দু বিশ্বাস, তুষার কান্তি রায়, অপূর্বলাল ধর, মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রকাশ বিশ্বাস, রাজকুমার হালদার, পবিত্র বিশ্বাস, ইকবাল হোসেন ও সুনীল কান্তি মন্ডল।