সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র, বিডি-প্রতিদিন