Type to search

রাজবাড়ীতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া

রাজনীতি

রাজবাড়ীতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া

রাজবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের দুই দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। পরে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শনিবার পৌর শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যাচ্ছিলেন। পথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তারা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন। এসময় পুলিশের বাঁধার মুখে বিএনপি নেতাকর্মীরা ফিরে যান।

পরে দ্বিতীয় দফায় বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করেন। তারা মহিলা কলেজের বকুল তলা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। তখন বিএনপি নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে।

এ দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে অবস্থান নেন। পরে মিছিলে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীেদের লাঠি হাতে মহড়া দিতে দেখা যায়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ ওই মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে আসে।

দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে আসার পথে তাদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র প্রতিবাদ জানাই।

সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১০ দফা দাবিতে আয়োজিত সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। জানমালের নিরাপত্তায় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়। তবে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।