Type to search

রাজবাড়ীতে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত

জাতীয়

রাজবাড়ীতে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে নতুন করে আরো ১৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৮৭ জনে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৯৫ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১৬ আগস্ট (রবিবার) রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ সন্দেহে ২৪১ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। বুধবার সন্ধ্যায় ১৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।’

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলারয় ৬১ জন, পাংশা উপজেলায় ১৯ জন, কালুখালী উপজেলায় ১১ জন, গোয়ালন্দ উপজেলায় ১৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩৪ জন। নতুন করে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ প্রদান করা হচ্ছে। অপেক্ষাকৃত খারাপ রোগীকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে। রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

Tags: