যশোর চৌগাছাতে ওয়ান ব্যাংকের ১০৩তম শাখার উদ্বোধন
শ্যামল দত্ত চৌগাছা থেকে (যশোর) ঃওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব সাঈদ এইচ. চৌধুরী ২১শে জানুয়ারী ২০২০ তারিখে যশোর চৌগাছাতে ব্যাংকের ১০৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শাখা উদ্বোধনকালে তিনি দৃঢ়তার সাথে ব্যক্ত করেন যে, “একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন ওয়ান ব্যাংক সে সব প্রত্যাশা পূরণে সমর্থ হবে; আমরা বিশ্বাস করি যে আধুনিক সেবা দিয়ে ওয়ান ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে।” তিনি আরো বলেন যে, অত্র এলাকার গ্রাহকরা তাদের সকল আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরো নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে ওয়ান ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের উপর ছেড়ে দিতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব জহুর উল্লাহ্, পরিচালকবৃন্দ জনাব এ. এস. এম. শহীদুল্লাহ্ খান, জনাব কাজী রুকুনউদ্দীন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. ফখরুল আলম এবং স্থানীয় উপজেলা উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুৃর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম, ও চৌগাছা পৌরসভার মেয়র জনাব নুরুদ্দিন আল- মামুন হিমেল সহ এছাড়া চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, সাংবাদিক রহিদুল ইসলাম খান,শ্যামল দত্ত, আজিজুর রহসান, আসাদুজ্জামান মুক্ত, , ব্যবসায়ী আব্দুল হামিদ মল্লিক, হাসিবুর রহমানসহ বাজারের ব্যবসায়ী
ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার স্থানিয় রাজনৈতিক বেক্তী বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধী মহলের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।