বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইস্রাফিল হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১০ টায় দুর্ঘটনার শিকার হওয়ার পর বেলা ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইস্রাফিল হোসেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী নুতনপাড়া গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান রোববার সকালে এক প্রতিবেশীর বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলেন ইস্রাফিল। এসময় বিদ্যুতের খুঁিটতে ওঠার পর আকস্মিকভাবে সে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসময় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে পথিমধ্যে ইস্রাফিলের মৃত্যু হয়। সোমবার বেলা ১০টায় নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হবে।