বিআইডব্লুটিএ’র চেয়ারম্যান নওয়াপাড়া নৌ বন্দর পরিদর্শণ করলেন
এইচ এম জুয়েল রানা : বিআইডব্লুটিএ’র(বাংলাদেশ অভ্যান্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বৃহস্পতিবার সকালে ভৈরব নদের নওয়াপাড়া নদী বন্দর পরিদর্শণ করেন। নওয়াপাড়া নৌ বন্দরকে আধুনিকায়ন করা, ড্রেজিং কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে কী না,নদীর জায়গা অবৈধভাবে দখল হচ্ছে কি না তা সরেজমিনে জানার জন্য তিনি বসুন্দিয়ার আফরা ঘাট থেকে স্প্রিট বোর্টে করে খুলনা পর্যন্ত নদী পরিদর্শন করেন। এ সময়ে তার সফর সঙ্গী ছিলেন,নওয়াপাড়া নদী বন্দরের বিদায়ী সহকারি পরিচালক মাসুদ পারভেজ, সদ্য যোগদানকারি সহকারি পরিচালক শাহ আলম সহ অনেকে। বিদায়ী সহকারি পরিচালক জানান, বন্দরটি আধুনিক মানের করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি নদীর জায়গা দখলদারদের উচ্ছেদের জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।