Type to search

বাঘারপাড়ায় ছাত্র মৈত্রীর উদ্যোগে মার্ক্সস বিতরণ

যশোর

বাঘারপাড়ায় ছাত্র মৈত্রীর উদ্যোগে মার্ক্সস বিতরণ

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
মরণ ভাইরাস কোরনা প্রতিরোধে আজ ২৭/০৩/২০২০ ইং রোজ শুক্রবার বেলা ১২ টায় যশোর জেলার,  বাঘারপাড়া উপজেলার, ২নং বন্দবিলা ইউনিয়ন ছাত্রমৈত্রীর পক্ষ থেকে খাজুরা বাজারে ৩০০ মার্কস, এবং লিফপ্লেট বিতরণ করা হয়েছে । বিতরণকালে উপস্থিত ছিলেন ২নং বন্দবিলা ইউনিয়ন ছাত্রমৈত্রীর খাজুরা আঞ্চলিক শাখা সভাপতি এবং বাঘারপাড়া উপজেলার ছাত্রমৈত্রীর আহবায়ক  শুভ কুমার রায় প্রণয় । আরো উপস্থিত ছিলেন  ইউনিয়ন ছাত্র মৈত্রীর  সাধারণ  সম্পাদক কাজী জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক মিল্টন কুমার বিশ্বাস আবির ।সদস্য সাগর হোসেন,
হৃদয় বিশ্বাস, সোহেব হাসান প্রমুখ।
 তারা মার্ক্সস বিতরণের সময়  উপস্থিত জনতাকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন।