বুধবার (১১ নভেম্বর) সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
রেলওয়ে কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমেদ বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে দিনাজপুরের শিবগঞ্জগামী মালবাহী ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন কুলাউড়া থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজে আনুমানিক ২ ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে, গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি তেলবাহী ট্রেন এর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছিলো। সেই ঘটনায় প্রায় ২৩ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
সূত্র, DBC বাংলা