Type to search

নড়াইলে মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত

জাতীয়

নড়াইলে মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের ুুলতান মঞ্চ চত্বরে এ ম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী ম্মেলনে প্রধান অতিথি হিেেব বক্তৃতা করেন জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির িিনয়র হ-ভাপতি মতুয়ারতœ বলদেব বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির ভাপতি পদ্মনাভ ঠাকুর।
বিশেষ অতিথি হিেেব উপস্থিত ছিলেন নড়াইল দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল পৌরভার মেয়র আঞ্জুুমান আরা, জেলা আওয়ামীলীরে সহ-সভাপতি এ,এম আফিুর রহমান বাপ্পি, হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়ামাতা ুর্বনা ঠাকুর, রোটারিয়ান ড.শরীফ আশরাফুজ্জামান, রোটারিয়ান ফরিদা ইয়ামীন।স্বাগত বক্তব্য দেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির সাধারন সম্পাদক অসীম পাল।
কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে শত মত মতুয়া ঢাক-ঢোল পিটিয়ে অংশ্রহণ করেন। মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেন।