নড়াইলে চিত্রা পাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্য়োগ মোকাবেলায় তালবীজ রোপণ
নড়াইল প্রতিনিধি ঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্য়োগ মোকাবেলায় নড়াইলে ১ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ে দেশ কৃষিফার্মের আয়োজনে আলোচনা সভা হয়। পরে বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীর তীরে তালবীজ রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সৈয়দপুর জেলা রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নদীর তীরে গিয়ে নিজ হাতে তালবীজ রোপণ করেন তিনি।
এসময় প্রধান শিক্ষক মোহন কুমার দাস, ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন সাগর, সদস্য আব্দুল হামিদ মোল্যা, কাজী খায়রুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।