নড়াইলে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে

নড়াইল সদর প্রতিনিধিঃ
নড়াইলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্নিনালে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়।
এছাড়া বিকালে শহরের মুচিরপোল এলাকায় শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পন, বিশেষ মোনাজাত ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আলামিন বিশ্বাস নড়াইল সদর থেকে
এসময় আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।