নওয়াপাড়ায় ভৈরব নদে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি
স্টাফ রিপোর্টার- অভয়নগরে শিকিরঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে ভৈরব নদে দুই কার্গোর ধাক্কায় সিমেন্ট বোঝাই এমভি এ কে এম শাহনেওয়াজ নামে একটি কার্গো ডুবি হয়েছে। ডুবে যাওয়া কার্গোর মাস্টার জানায়,ঢাকার মুন্সিগঞ্জ থেকে ১০ হাজার বস্তা (শাহ সিমেন্ট) নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে আসে। ব্যবসায়িক প্রয়োজনে সিমেন্টর মালিক শিকির ঘাটে কার্গোটি নঙ্গর কারায়। মঙ্গলবার দুপুরে এমভি কসুরউল্লা নামে সিমেন্ট বোঝাই কার্গোর ধাক্কায় লাগে। ধাক্কা লাগার আধাঘন্টা পরে তার কার্গোটি ডুবে যায়। তিনি জানান বুধবার খুলনা থেকে ডুবরি এসে তদন্ত করে কসুরউল্লা কার্গোর বিরুদ্ধে মামলা হবে।