দৈনিক নওয়াপাড়া পত্রিকার অনলাইন নিউজ প্রটালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৫ এপ্রিল দৈনিক নওয়াপাড়া পত্রিকার অনলাইন নিউজ প্রটালে আমার নামে জায়গা জমি সংকান্ত একটি মিথ্যা ও ভিক্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। আমি ওই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো- ১৯৩৮ সালে নড়াইলের জমিদারের কাছ থেকে নরেন্দ্র নাথ ঘোষ ৪ আনা, সুবোধ ঘোষ ৪ আনা পিতা – দেবেন্দ্র নাথ ঘোষ ও ওয়াদুদ বিশ^াস পিতা রহিম বিশ^াস ৮আনা সর্বমোট ১৬ আনা জমি ক্রয় করে ওই জমি ভোগ দখল করতে থাকে। ১৯৬২ সালে ওই জমিটি আমাদের নামে এস এ রেকর্ডভূক্ত হয়। যার খতিয়ান নং- ২৩৩৮,২৭৪৩,১৫৯০ ও ২। ভোগ দখল থাকা অবস্থায় বি এম সিরাজুল ইসলাম,বি এম নজরুল ইসলাম, ও বি এম মহিউল ইসলাম পিতা মৃত আব্দুল ওয়াদুদ বিশ^াস সাং নাউলি। নরেদ্র নাথ ঘোষ, সুবোধ ঘোষ এর কাছ থেকে ৩.৪০ একর জমি ক্রয় করে যা ১৯৯০ সালের হাল জরিপে পৈত্রিক সম্পত্তি সহ ৬ একর ৮০ শতক জমি রেকর্ডভূক্ত হয়।
পরে নায়েব আপত্তি দিয়ে ওই জমি ১/১ খতিয়ানে ৬ একর ৩৭ শতক জমি রেকর্ড ভূক্ত করে নেয়। উক্ত জমি খ তালিকায় গেজেট ভূক্ত হয়েছে। বর্তমানে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে মামলা নং- ৮৫/০৮।
দৈনিক নওয়াপাড়া পত্রিকার অনলাইন নিউজ প্রটালে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সংবাদ প্রকাশ করেছে। আমি এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিএম নজরুল ইসলাম
পিতা- আব্দুল ওয়াদুদ বিশ্বাস
সাং- নউলি, অভয়নগর, যশোর।