Type to search

তালায় দুর্নীতির প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরা

তালায় দুর্নীতির প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

তালা(সাতক্ষিরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ মে বিকাল ৫টায় উপজেলার দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসার সামনে কুমিরা-মাইকেল মধূসুদন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাদপুর, সেনপুর, অভয়তলাসহ কুমিরা ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখ শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক, তালা উপজেলা ছাত্রলীগ; অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শেখ কামরুজ্জামান; আব্দুল হান্নান; মাদ্রাসার জমিদাতা এনামুল হক ও ছাত্রনেতা আল-মামুন তুহিন। এসময় বক্তারা বলেন, দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলাম মাদ্রাসা নিয়ে সীমাহীন অনিয়ম দুর্নীতি করে আসছে। মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম ৪নং কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদাধীকার বলে গায়ের জোর খাটিয়ে অন্যের জমি জবর দখলসহ কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাণিজ্যের ফলে ১২/০৯/২০২০ইং তারিখে নিয়োগটি স্থগিত হয়েছিল। মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিগত ২০২০ সালে মাদ্রাসার ৪টি পদে ৩০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন কিন্তু চাকরি দেননি ও টাকাও ফেরৎ দেননি এমন অভিযোগকারি রয়েছে অনেকেই। এদিকে ৪টি পদের মধ্যে অধ্যক্ষের আপন ভাগনে মোঃ শরিফুল ইসলামকে কম্পিউটার অপারেটর এবং আপন ছোট ভাইয়ের স্ত্রী শরিফা খাতুনকে আয়া পদে চাকরি দিয়েছেন সভাপতি ও অধ্যক্ষের যোগ সাজসে। অত্র মাদ্রাসার দাতা সদস্য জানান, এই নিয়োগের ব্যাপারে তাকে কিছ্ইু জানানো হয়নি। এসময় বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের এই সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।