চৌগাছায় ২৫ বোতল ফেনসিডিলসহ ১আটক

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ২৫ বোতল ফেনসিডিলসহ ফয়সাল হাছন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ। গ্রেপ্তার ফয়সাল হাছানের যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা।
রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে শহরের যশোর বাসস্ট্যান্ডে একটি পালসার মোটরসাইকেলে বহনকালে তাঁকে তাড়া করে গ্রেপ্তার করেন উপ-পরিদর্শক বিপ্লব কুমার সরকার।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে দাড়ানোর জন্য নির্দেশ দেয়া হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাড়া করে তাকে শহরের চৌগাছা-যশোর সড়কের পুরোনো কৃষিব্যাংক ভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনর্জাচ সাইফুর ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে।