Type to search

চৌগাছায় খাদ্য সহায়তা বিতরণ

যশোর

চৌগাছায় খাদ্য সহায়তা বিতরণ

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকে
যশোরের চৌগাছায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার পাশাপোল ইউনিয়নের খলসী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্কুল মাঠে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীনদের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। কর্মহীনদের উদ্দেশ্যে তিনি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।