Type to search

গোপা মল্লিক আন্ত পিটিআই ২০২২-২০২৩ সাংষ্কূতিক প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন

সাতক্ষীরা

গোপা মল্লিক আন্ত পিটিআই ২০২২-২০২৩ সাংষ্কূতিক প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন

সরুলিয়া গ্রামের মিন্টু কুমার ঘোষ এর স্ত্রী গোপা মল্লিক আন্ত পিটিআই ২০২২-২০২৩ সাংষ্কূতিক প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।গোপা মল্লিক ডুমুরিয়া থানার বাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।এর আগে তিনি খুলনা বিভাগীয় সংষ্কূতি নূত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্হান অর্জন করে ঢাকায় যান। সেখানে সারা বাংলাদেশ থেকে আট(০৮) জন শিক্ষিকা অংশ গ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে আজ তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।গোপা মল্লিক আমাদের সরুলিয়া গ্রামের গৌরব, আমাদের সরুলিয়া গ্রামের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা রইল।