কেশবপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দু’ব্যক্তি নিহত। আহত -২
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ দুজন। জানা গেছে, সোমবার দুপুরে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল ট্রাক টার্ণিলারের পাশে চুকনগর মুখি যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার হয়ে চাকার রিং খুলে পাশে চলন্ত ভ্যান যাত্রী মনজিলা খাতুনের (২৪) গায়ে লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় তার শিশু মেয়ে সিনথিয়া (৩) ও মধ্যকুল গ্রামের গোলাম মোস্তফা (৫২) আহত হন। এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপর দিকে সোমবার বিকেলে একই সড়কের বুজতলা-তেইশমাইল নামক এলাকায় সাইকেল চালিয়ে আসার সময় আলতাপোল গ্রামের মৃত ইদু সরদারের ছেলে আব্দুর রহমান (৬৮) আলম সাধুর ধাক্কায় সড়কে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা গেছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, চুকনগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মহিলার লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত শিশুটি ডান পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।