করোনা ও উপসর্গে সারা দেশে আরও ৬৯ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স : গত ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহীতে ১২, কুষ্টিয়ায় ৫, চট্টগ্রামে ৬, চুয়াডাঙ্গায় ১২, খুলনায় ১৫, ময়মনসিংহে ১১, সাতক্ষীরায় ৬ ও পঞ্চগড়ে ১ জন মারা গেছেন।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন মারা গেছেন।
রোববার (৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।জাগোনিউজ২৪
কুষ্টিয়া: ২৪ ঘণ্টায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ৬০৯টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১.৬৯ শতাংশ।
চট্টগ্রাম: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৭ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৬৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৩৬৮ জনে।
রোববার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৩ ও উপজেলার ১৪৬ জন। আর টিভি
চুয়াডাঙ্গা: ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে এরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সময় টিভি
খুলনা: গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২, ইয়েলো জোনে ৪১, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সময় টিভি