Type to search

করোনায় আরো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮৫

জাতীয়

করোনায় আরো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮৫

ডেস্ক রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৪৮৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৮৩ জনে। মোট শনাক্ত দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৪ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৮২ট নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

Tags:

You Might also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *