Type to search

কক্সবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থীর মৃত্যু

জাতীয়

কক্সবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ  কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাইসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়।  এতে তিন মোটর সাইকেল আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।  হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের একজন আমজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। অপর দুইজন হল দুই ভাই তানজিলুর রহমান ও তারেকুর রহমান। তারেক চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নি করছিলেন আর তানজিলুর বান্দরবান সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সূত্র: DBC News

Tags: