Type to search

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

রাজনীতি

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

অপরাজেয় বাংলা ডেক্স : টাঙ্গাই‌লের কালিহাতী পৌরসভা নির্বাচ‌নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুরুন্নবী সরকারের গাড়ি ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে বিএন‌পি’র ম‌নোনিত প্রার্থী আলী আকবর।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপু‌রে কা‌লিহাতীর নিজ নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ স‌ম্মেলন ক‌রে এই অ‌ভি‌যোগ ক‌রেন তিনি।

এসময় লি‌খিত বক্ত‌ব্যে আলী আকবর ব‌লেন, চতুর্থ ধা‌পে কা‌লিহাতী পৌরসভায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এই নির্বাচ‌নে বিএন‌পি থে‌কে আমা‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছে। রবিবার (৩১ জানুয়া‌রি) রা‌তে পৌরসভার কামার্থী এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শেষ ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে কা‌লিহাতী বাসস্ট‌্যান্ড এলাকায় আস‌লে আওয়ামী লী‌গের ম‌নোনিত নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবীর নেতৃ‌ত্বে ২০/৩৫ জন লোক দে‌শিয় অস্ত্র ও লা‌ঠি‌সোটা নি‌য়ে গা‌ড়ি‌তে হামলা চা‌লি‌য়ে ভাঙচুর করা হয়। হামলায় উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক শুকুর মাহমুদসহ ক‌য়েকজন আহত হয়। প‌রে নুরুন্নবী যাওয়ার সময় নির্বাচন কার্যক্রম চালিয়ে গেলে হত্যা করা হবে হুমকি দেয়। এ ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অ‌ভি‌যোগ দি‌লেও কোন ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌নি। এ‌তে নিরাপত্তাহীনতায় র‌য়ে‌ছি। এছাড়া নির্বাচন সুষ্ঠ হওয়া নি‌য়ে শংঙ্কায় র‌য়ে‌ছি।

তবে এ অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নুরুন্নবী সরকার। তিনি বলেন, এ ধর‌নের অ‌ভি‌যোগ বিএন‌পির প্রার্থীর সাজানো নাটক। নিজেরাই এই ঘটনা তৈ‌রি ক‌রে আওয়ামী লী‌গের বদনাম কর‌ছে।

সূত্র, DBC বাংলা