অভয়নগরে বাদপড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলছে
স্টাফ রিপোর্টার: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি যারা তালিকা ভুক্ত হতে পারেনি তাদের নতুন করে তালিকা ভূক্ত করার উদ্যোগে নিয়েছে সরকার। বাদপড়া এসব মুক্তিযোদ্ধাদের তালিকা ভূক্তকরার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আবেদনকারি মুক্তিযোদ্ধাদের যাচাইয়ের জন্য এক সাক্ষাতকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট সাক্ষাতকার বোর্ডের সভাপতি ছিলেন, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশারফ হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন খাঁন এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে। এ ছাড়া উপস্থিত ছিলেন লাল মুক্তিবার্তার তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা আলী আকবর খান, লক্ষণ বিশ^াস, আকবর হোসেন,মুজিবর রহমান, অচিন্ত বিশ^াস, শক্তিপদ বিশ^াস, মুনছুর আহমেদ, রজব আলী, পৌর সভার প্যানেল মেয়র মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, বিষ্ণপদ দত্ত, সাংবাদিক বৃন্দ প্রমুখ। জানা গেছে প্রথম দিন উপজেলার প্রেমবাগ,সুন্দলী, চলিশিয়া, পায়রা ও পৌর সভার ২১ জন আবেদনকারির সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্দিপাশা ইউনিয়ন থেকে আবেদনকারি ১৮ জনের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।