Type to search

অভয়নগরে কয়লার বিপর্যায় থেকে বাঁচতে মানববন্ধন

অভয়নগর

অভয়নগরে কয়লার বিপর্যায় থেকে বাঁচতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার- যশোরের অভয়নগর উপজেলার শিল্প –বাণিজ্য, বন্দর নগরী নওয়াপাড়ার আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং করে ব্যবসা করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার নওয়াপাড়ার চেঙ্গুটিয়ায় কয়েক হাজার মানুষ এ মানববন্ধন করেন। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মহাসড়কের দুপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
জানা গেছে, যশোর- খুলনা মহাসড়কের দু’পাশে খোলা আকাশের নিচে আবাসিক এলাকার মধ্যে নওয়াপাড়ার ব্যবসায়ীরা ঘাট নির্মাণ করে হাজার হাজার টন কয়লা ডাম্পিং করে ব্যবসা করে আসছে। এলাকার বাতাস যেন বিষময়। যে কারণে নওয়াপাড়াসহ আশেপাশের পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুকির মধ্যে রয়েছে। মানুষ স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারে না। যে কারণে শিশুরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। মানববন্ধনে থাকা অভয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন বলেন,‘ আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।কয়লার গন্ধে এলাকায় বসবাস একেব্রাই অনুপযোগী হযে পড়েছে। এরপরও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং করা হলে আমরা আমরণ অনশনের মত কঠোর কর্মসূচি দেব।’ নওযাপাড়া পৌরসভার কাউন্সিলর আঃ গফ্ফার বিষ¦াস তার বক্তব্যে বলেন,‘ কয়লার ধুলার কারণে এলাকার কোমলমতি শিশুরা প্রতিনিয়ত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে আবাসিক এলাকায় কয়লা অপসারণ করতেই হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া চেঙ্গুটিয়া বাজারের ব্যাবসায়ী এইস এম মহসিন হোসেন, ব্যবসায়ী উজ্জল কুন্ডু, মহিদুল বিশ্বাস, স্থানীয় আওয়ামলিীগ নেতা হায়দার আলী, শফি কামাল, জাহিদ গাজী প্রমুখ।