Type to search

অভয়নগরে করোনায় আক্রান্তরে সংখ্যা দাড়ালো ২৩৭ জনে

অন্যান্য

অভয়নগরে করোনায় আক্রান্তরে সংখ্যা দাড়ালো ২৩৭ জনে

মো:আমানুল্লাহ ,অভয়নগর থেকে- যশোরে অভয়নগর উপজেলায় আরও ৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭। আজ শুক্রবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার সংগ্রহ করা ২৭টি নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। আজ শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানা গেছে, ৪ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ। সূত্র জানায়, উপজেলায় আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার জন্য ১২২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা গেছে, ২৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮০ জন। মারা গেছেন সাতজন। আক্রান্তদের মধ্যে পাঁচজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৪৫ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।