অভনগরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা শংকরপাশা খেয়াঘাটে সাবেক ইউপি সদস্য শেখ মো: আসাদুজ্জামানের উদ্যোগে নওয়াপাড়ার পিআই কেয়ার সেন্টার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় সোমবার বিকালে বিনা মূল্য এক চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে এলাকার প্রায় তিনশত রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসা সেবাদেন সিনিয়র ডা. মো: নজরুল ইসলাম(এমবিবিএস জিপিটি বিএসএমএমইউ)। ক্যাম্পটি উদ্বোধন করেন খুলনার বঙ্গবন্ধু আইন পরিষদের নেতা এ্যাড দিপু আহমেদ মৃধা, এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র নার্স মোসাম্মদ হ্যাপি, দৃষ্টি বিশ^াস প্রমুখ।