অভয়নগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী(২১) ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। গত শনিবার বিকালে উপজেলার পুড়াখালী গ্রামের বাওড়ের পাশে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল সোমবার অভয়নগর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ধর্ষক আলামিন মোড়লকে(২৫) গ্রেপ্তার করেছে।
আলামিন মোড়ল উপজেলার পুড়াখালী গ্রামের মহর উদ্দীন মোড়লের ছেলে।
ধর্ষণচেষ্টার শিকার ওই তরুণীর মা জানান, তাঁর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। শনিবার বিকালে তাঁর মেয়ে পুড়াখালী গ্রামের বাড়ির পশ্চিম দিকে বাওড়ের পাশে দাঁড়িয়ে মোবাইলে গান গুনছিলেন। বিকেল পাঁচটার দিকে আলামিন মোড়ল সেখানে যেয়ে তাঁকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় আলামিন মোড়ল তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর মেয়ে চিৎকার দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তাঁকে দেখতে পেয়ে আলামিন সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ গতকাল রোববার ধর্ষক আলামিন মোড়লকে গ্রেপ্তার করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন,‘বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামী আলামিন মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল(আজ) তাঁকে আদালতে নেওয়া হবে।
কামরুল ইসলাম
২৪-৬-১৯